বিনোদন ডেস্ক: এ বছর দুর্গাপূজা উপলক্ষ্যে টালিউডে আসছে নতুন ছবি ‘টেক্কা’। ছবিটিতে কারা অভিনয় করেছে তার ফার্স্ট লুক একে একে প্রকাশ্যে আসছে। ইতোমধ্যে এই ছবিতে অভিনয় করা দেবকে এক ঝলক দেখা গেছে। এবার প্রকাশ্যে এল অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফার্স্ট লুক। সঙ্গে জানা গেল তার চরিত্রের নামও।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘টেক্কা’ ছবির একটি পোস্টার শেয়ার করেন দেব। সেখানে রুক্মিণীকে এমন লুকে দেখা গেল, যা দেখেনি কেউ আগে। সাদা শার্টের উপর লেদার জ্যাকেট পরে রয়েছেন রুক্মিণী। ছোট চুলে চোখে সানগ্লাস, হাতে বন্দুক। দেবের সেই পোস্ট থেকেই জানা গেল এই ছবিতে রুক্মিণীর চরিত্রের নাম হবে মায়া।
ছবিটি পোস্ট করে দেব লেখেন, ‘সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাকৃ. এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে।’ একইসঙ্গে তিনি লেখেন, ‘ক্ষমতা, দায়িত্ব, বিচার! মায়ার সঙ্গে আলাপ করুন যে পথঘাট শাসন করে বেড়ায়।’
পোস্ট থেকে জানা গেল, আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে এই থ্রিলার ছবিটি।
টেক্কা ছবি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। রুক্মিণী মৈত্র ছাড়াও অভিনয় করবেন স্বস্তিকা মুখার্জী, সৃজা দত্ত প্রমুখ।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel