রাজধানীতে কয়েক দিন ধরে কনকনে শীত বিরাজ করছে, দেখা মিলছে না সূর্যের। এর মধ্যে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

জানা যায়, সারা দেশে কয়েক দিন ধরে বেড়েছে শীতের দাপট। রাজধানীতেও দুদিন ধরে কনকনে শীতে জবুথবু জনজীবন। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এর মধ্যেই হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সব মিলিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে। এরপর বৃষ্টির আভাস না থাকলেও আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, আগামী কয়েক দিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
কয়েক দিনের ধারাবাহিকতায় আজও কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। কিশোরগঞ্জের নিকলীতে এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


