জুমবাংলা ডেস্ক : সরকারি অর্থায়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা প্রদানে নতুন অগ্রগতি হয়েছে। অর্থ বিভাগ থেকে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাবদ ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনের জন্য সম্মতি দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের সম্মতি
সম্প্রতি অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের সই করা একটি নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, পুনঃউপযোজনের এ অর্থ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে প্রদান করা হবে, যা এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা প্রদানে আর্থিক নিশ্চয়তা প্রদান করবে।
স্মারকের ভিত্তিতে বরাদ্দ
এই বরাদ্দের পুনঃউপযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২১ এপ্রিলের এক স্মারকের ভিত্তিতে। এর মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকদের ভাতা প্রদান প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে।
অর্থ ব্যয়ের শর্তাবলি
অর্থ বিভাগের নির্দেশনায় আরও বলা হয়েছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পুনঃউপযোজন করা কোডগুলো থেকে পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। একইসঙ্গে সংশ্লিষ্ট সরকারি আদেশের দুটি কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।
অফিসে অনুলিপি প্রেরণ
এ সংক্রান্ত সরকারি আদেশের কপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়েও পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়।
এ সংক্রান্ত সরকারি আদেশের কপি অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনুলিপি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়েও।
এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা প্রদানে ২২৯ কোটি টাকার পুনঃউপযোজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ বরাদ্দ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে দেওয়া হবে এবং এটি শিক্ষকদের ভাতাদি প্রাপ্তি নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.