জুমবাংলা ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।
আসন্ন ঈদুল আজহার আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানিয়েছেন তারা। দাবি না মানলে আগামী ২১ মে (বুধবার) দুপুর ১২টায় সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
তিনি বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আগামী ২১ মে দুপুর ১২টায় শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন।
অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। আল আমিন নামের একজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা উৎসব ভাতার নামে কোনো পার্সেন্টেজ চাই না। আগামী ঈদুল আজহার আগেই এ বৈষম্য দূর করে সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো শতভাগ উৎসব ভাতা ঘোষণা করতে হবে। পাশাপাশি ন্যায্য বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতাও প্রদান করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।