জুমবাংলা ডেস্ক : সরকারি নির্দেশনার ফলে এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধের জন্য ৪টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার বিশেষভাবে খোলা থাকবে।
ব্যাংক খোলা রাখার নির্দেশনা
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ডিসেম্বর ২০২৪ (আংশিক-লট-৫), জানুয়ারি ২০২৫ (আংশিক-লট-২), ফেব্রুয়ারি ২০২৫ (আংশিক-লট-১) এবং ঈদ-উল-ফিতর ২০২৫ (আংশিক-লট-২) মাসের বেতনভাতাদি ইএফটি-তে পরিশোধ করা হবে।
ঈদের পূর্বে বেতন উত্তোলনের ব্যবস্থা
ঈদ-উল-ফিতর উদ্যাপনের আগে এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন উত্তোলনের সুবিধার্থে ৪টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক ২৭ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) বিকাল ৪.০০ টা পর্যন্ত এবং ২৮ মার্চ ২০২৫ (শুক্রবার) বিশেষভাবে খোলা থাকবে।
ব্যাংকগুলোর তালিকা
নির্ধারিত ৪টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক হলো:
অগ্রনী ব্যাংক
সোনালী ব্যাংক
জনতা ব্যাংক
রূপালী ব্যাংক
এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন দ্রুত পরিশোধ নিশ্চিত করতে এই ব্যাংকগুলো নির্ধারিত সময়ে খোলা রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।