জুমবাংলা ডেস্ক: নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ সোমবার (২৭ জুলাই) এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ সোমবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সংসদ সদস্য ইসরাফিল আলম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
এর আগে শারীরিক অসুস্থতা বাড়ায় গত ৬ জুলাই চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ইসরাফিল আলমকে। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে ১২ জুলাই তাঁকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পর ১৭ জুলাই তাঁর কাশির সঙ্গে রক্ত আসায় ওইদিন তাঁকে আবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই রাতে শ্বাসকষ্ট বেড়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় গত ২৫ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


