জুমবাংলা ডেস্ক : পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার বিকেলে তার করোনা পজিটিভ রির্পোট আসে। পরে রাত ৮টায় গোলাম ফারুক প্রিন্স নিজেই তার ফেজবুক পেজে স্ট্যাটাসে দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান রকি জানান, তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। করোনা উপসর্গ দেখা দেয়ায় তিনি নমুনা দেন। রোববার বিকেলে তার করোনা পজিটিভ রির্পোট আসে। তবে গোলাম ফারুক প্রিন্স সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন বলে তিনি জানান। সুস্থ না হওয়া পর্যন্ত এমপি প্রিন্স ঢাকায় তার বাসায় আইশোলশনে থেকেই চিকিৎসা নেবেন বলে তিনি জানান।
এদিকে গোলাম ফারুক প্রিন্সের দ্রুত সংস্থতা কামনা করে পাবনার বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত মাসের ১ম সপ্তাহে পাবনার ৩ জন এমপি একযোগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা হলেন- পাবনা-৩ আসনের এমপি (চাটমোহর-ভাঙ্গুড়া ফরিদপুর) আলহাজ্ব মকবুল হোসেন, পাবনা -৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সদ্য নির্বাচিত এমপি আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এবং সংরক্ষিত মহিলা আসনের (পাবনা- সিরাজগঞ্জ) এমপি নাদিরা ইয়াসমিন জলি। তারা তিনজনই সুস্থ হয়ে উঠেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।