জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার কালিনগর ময়রার মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জানা যায়, রূপাপাত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু মোল্যার ছেলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মিজানুর রহমান মোল্যা (সোনা মিয়া) স্থানীয় আওয়ামী লীগকে না জানিয়ে যুবলীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজের সংবর্ধনার আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি।
এ ব্যাপারে রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন, আজকের এই অনুষ্ঠান আয়োজন করবে স্থানীয় যুবলীগ। সেখানে তাদেরকে পাশ কাটিয়ে আমাদের দাওয়াত দেয় স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের ছেলে কদমি গ্রামের সোনা মিয়া। সে কী কোনদিন আওয়ামী লীগ করেছে বা করে? এই কারণে আমরা এ অনুষ্ঠান বয়কট করেছি।
রূপাপাত ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রূপম বলেন, আজকের সভায় যার সভাপতিত্ব করার কথা তিনি একজন জামাত সমর্থক। আমার ইউনিয়নে যুবলীগের ব্যানারে অনুষ্ঠান অথচ আয়োজক জনৈক সোনা মিয়া, যিনি যুবলীগের কেউ না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



