জুমবাংলা ডেস্ক : উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (২৭ মে) ফরিদপুর জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিয়াউল হক খান স্বাক্ষরিত কারণ দর্শানোর এ নোটিশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ওই কারণ দর্শানো নোটিশে বলা হয়, ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (তৃতীয় পর্যায়) উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। আপনি মজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য ২১৪ (ফরিদপুর-৪) সদরপুর, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ‘আনারস’ প্রতীকের মো. শহিদুল ইসলামের বিপক্ষে বক্তব্য দিয়েছেন।
আপনার সেই বক্তব্যের একটি অডিও/ভিডিও ক্লিপের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করা হয়েছে এবং এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মিডিয়াতেও প্রচারিত হয়েছে।’
কারণ দর্শানো নোটিশে আরো বলা হয়, ‘এ ছাড়া, ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোখলেছুর রহমান ‘ঘোড়া’ প্রতীক কর্তৃক আপনার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দাখিল করেছেন।’
যেহেতু, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২ এর উপবিধি-(১৪) অনুযায়ী আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’। উল্লেখ্য যে, বিধি-২২ এর উপবিধি-(১০ ও (২) অনুযায়ী ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।’
উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২২ এর উপবিধি-(১০ ও (২) এবং বিধি-১৮ অনুযায়ী এবং অন্যান্য প্রাপ্ত নথিসমূহে, আপনার কর্তৃক আচরণবিধি লঙ্ঘিত হয়েছে মর্মে নিম্ন স্বাক্ষরকারীর কাছে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হওয়া সত্ত্বেও কেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তার সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা মঙ্গলবার (২৮ মে) বিকেল ৪টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী/উপজেলা নির্বাচন অফিসার, ভাঙ্গা-সদরপুর ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।’
এর আগে সোমবার দুপুরে জেলার সদরপুর উপজেলা নির্বাচনের মাত্র দু’দিন আগে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ এনে নির্বাচন কমিশনসহ রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।