নিজস্ব প্রতিবেদক: বরিশালে-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বরিশালের উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে।
রবিবার পঙ্কজ নাথকে অব্যাহতির ওই চিঠি পাঠানো হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে।
পঙ্কজ নাথ ছাড়াও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসের কাছে কপি পাঠানো হয়েছে।
পঙ্কজ নাথকে লেখা চিঠিতে বলা হয়, ‘প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় অন্যান্য সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’
এ বিষয়ে ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর বিভাগে লিখিত জবাব দেয়ার জন্য পঙ্কজ নাথকে বলা হয়েছে।
পঙ্কজ নাথ বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এর বাইরে তিনি দলীয় অন্য কোন পদে ছিলেন না বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক থাকার সময় পঙ্কজ নাথ ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সাল থেকে তিনি ওই পদে ছিলেন।
কিন্তু কাসিনো বিরোধী অভিযান শুরুর পর ২০১৯ সালের ৩১শে অক্টোবর তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হয়। এমনকি তাকে সাংগঠনিক কর্মকাণ্ড বা সম্মেলনের কাজ থেকেও বিরত থাকতে নির্দেশ দেয়া হয়।
স্থানীয় আওয়ামী লীগে গ্রুপিং তৈরি করা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, নেতা-কর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টির মতো অভিযোগ রয়েছে পঙ্কজ নাথের বিরুদ্ধে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।