জুমবাংলা ডেস্ক : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. মনসুর রহমান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
শনিবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম।
জানা গেছে, হঠাৎ সর্দি-জ্বরসহ নানা উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন এমপি মনসুর রহমান। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এমপি মনসুর রহমান বর্তমানে উপসর্গ ছাড়া শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি রাজশাহী নগরীর কাজিহাটায় নিজ বাড়িতে অবস্থান করছেন।
এদিকে, সরকারি হিসাব অনুযায়ী, শনিবার সকাল নাগাদ দেশে করোনা শনাক্ত ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৯০৭ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।