জুমবাংলা ডেস্ক : উপজেলা নির্বাচনে বিদ্রোহের শোকজের তালিকায় এমপি, মন্ত্রীসহ প্রায় ১৫০ জন রয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর শোকজের তিন সপ্তাহের মধ্যে তাদেরকে এর জবাব দিতে হবে।
শনিবার, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সরাসরি বিদ্রোহী এবং বিদ্রোহের মদদদাতাদের আগামীকাল থেকে শোকজের চিঠি দেয়া হবে।
Advertisement
এরমধ্যে নতুন করে কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। জঙ্গীবাদ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জঙ্গী তৎপরতা থেমে গেছে আওয়ামী লীগ এমন দাবী করে না বরং এরা বড় ধরনের নাশকতা চালাতে পারে এমন আশংকা থেকে সরকার সতর্ক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।