স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির ম্যাজিক ও এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ৩৬ বছর পর তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা। অধিনায়ক মেসির কাঁধেই ছিল আর্জেন্টাইনদের প্রত্যাশার পারদ। অসাধারণ ক্যারিয়ারের দুর্দান্ত সমাপ্তি, ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর সঙ্গে থেমে যাওয়া আর্জেন্টাইন কিংবদন্তিদের স্বপ্ন পূরণের ভার ছিল তার ওপর। জোড়া গোল করে নিজের কাজটা তিনি করেছেনও।
কিন্তু রঙ জমা ম্যাচে কামব্যাকের গল্প লিখেছেন একজন তরুণ কিলিয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকে ১২০ মিনিটের ম্যাচ ৩-৩ গোলের সমতায় শেষ হয়। টাইব্রেকারের লড়াইয়ে ফ্রান্সকে ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা।
তবে এতসবের মাঝে অন্য এক কারণে আলোচনায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে ঠিক আগের দিন লাটিন আমেরিকান ফুটবলের মান নিয়ে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের করা পুরনো এক মন্তব্যের সমালোচনা করেছিলেন তিনি। আর তাতেই মাঠের লড়াইয়ের আগে জমে উঠেছিল আরেক যুদ্ধ।
মার্টিনেজ বলেছিলেন, “লাটিন আমেরিকার ফুটবল নিয়ে এমবাপ্পের সামান্য ধারণাটুকুও নেই। ও শুধু ফুটবল খেলে। দলগুলোকে সম্মান করতে জানে না। কোনো কিছু না জেনে মন্তব্য করা উচিত না। এমবাপ্পেকে মাথায় রাখতে হবে, লাটিন আমেরিকার দল ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্য়াম্পিয়ন। আর্জেন্টিনাও কিন্তু দু-বার বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছে।”
এর আগে, গত মে মাসে ব্রাজিলিয়ান টিভি চ্যানেল টিএনটি স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন, “ইউরোপে আমাদের সুবিধা হলো, আমরা নিজেদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় খেলে থাকি সবসময়। যেমন লিগ অফ নেশনস। তবে ব্রাজিল, আর্জেন্টিনা সেরকম লেভেলের টুর্নামেন্ট খেলেনি লাটিন আমেরিকায়। ওখানকার ফুটবল এখানকার মত এতটা অগ্রসর নয়। সেই জন্যই গত কয়েকটি বিশ্বকাপের সংস্করণে ইউরোপীয় দলগুলোই চ্যাম্পিয়ন হয়েছে। যখন বিশ্বকাপ আসে আমাদের প্রস্তুতিটা সেভাবেই হয়। আমরা সেভাবেই বিশ্বকাপে অংশ নিই।”
এবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালটা তাই ছিল আর্জেন্টিনা-ফ্রান্সের আড়ালে ইউরোপ-লাটিন আমেরিকার যুদ্ধও। তাই ঘুরেফিরে এমবাপ্পের সেই মূল্যায়ন আবারও সামনে চলে এসেছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পের সেই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে একথা বলেন মার্টিনেজ।
সংবাদ সম্মেলনে মার্টিনেজ আরও বলেন, “সে ফুটবল সম্পর্কে যথেষ্ট জানে না বা বোঝে না। সে কখনোই লাটিন আমেরিকায় খেলেনি। যখন আপনার এই অভিজ্ঞতা নেই, তখন এটা নিয়ে কথা না বলাই ভালো হতে পারে।”
তবে, এমিলিয়ানো মার্টিনেজই একাই নন, এর আগে এমবাপ্পের এমন মন্তব্যের করা সমালোচনা করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।
এমবাপ্পের মন্তব্য নিয়ে সে সময় মেসি বলেছিলেন, “সে (এমবাপ্পে) কী বলেছিল তা আমি জানি না। কিন্তু আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা যখন বাছাই পর্ব খেলে ফিরে আসি, তা নিয়ে স্পেনের ফুটবলারদের সঙ্গে কথা বলেছিলাম। বাছাই পর্ব খেলাটা কতটা কঠিন সেটাই বুঝিয়েছিলাম। যদি আপনি সেখানে খেলতে যান তাহলে যে একেক জায়গায় একেক রকম প্রতিকূলতা। কোথায় গরম, কোথায় উষ্ণতা, যা আমাদের আরও কঠিন করে তোলে। এছাড়া শক্তিশালী দল ও ভালো খেলোয়াড়ও হয়।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।