এমবাপ্পেকে কটাক্ষ করে যা বললেন ব্রাজিল কোচ তিতে

এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। মাঠে পেনাল্টি নিয়ে তাদের দ্বন্দ্ব। ড্রেসিংরুমে হাতাহাতি পর্যন্ত হয়েছে। এর মধ্যে তরুণ ফ্রান্সম্যানকে কটাক্ষ করলেন ব্রাজিল ফুটবল দলের হেড কোচ তিতে।
এমবাপ্পে
বিশ্বকাপ জয়ী এমবাপ্পে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কনমেবলের অধীনে থাকা দেশগুলোর বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা পাওয়া সহজ বলে মন্তব্য করেছিলেন।

এমবাপ্পে বলেছিলেন, ‘ইউরোপের মতো দক্ষিণ আমেরিকার ফুটবল এগোয়নি। সেজন্যই সাম্প্রতিক সময়ের অধিকাংশ বিশ্বকাপ ইউরোপ জিতেছে। ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য সেখানে ওই মানের প্রতিযোগী নেই।’

তার ওই মন্তব্যের প্রেক্ষিতে তিতে জানিয়ে দিলেন, আজারবাইজানের মতো প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে না, ‘এমবাপ্পে সম্ভবত উয়েফা নেশনস লিগ এবং ইউরোপিয়ান অঞ্চলের প্রীতি ম্যাচ নিয়ে কথা বলেছেন। বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে নয়।’

তিতে বলেন, ‘পূর্ণ সম্মান রেখেই বলছি, বাছাইপর্বে খেলার জন্য আমাদের আজারবাইজানের মতো প্রতিপক্ষ নেই। একটু যে স্বস্তি দেবে এমন কোন দল এই অঞ্চলে খেলেনা। ইউরোপের চেয়ে এই অঞ্চল থেকে বিশ্বকাপে যাওয়া কয়েকগুণ কঠিন।’

গির্জার জন্য দেড় কোটি টাকা দিলেন সালাহ