ভিক্টর ইয়োকেরেস ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে ইউরোপিয়ান ‘গোল্ডেন শু’ জয়ের দৌড়ে তালিকার শীর্ষে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের তৃতীয় ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন কিলিয়ান এমবাপ্পে। তার আগে জিতেছিলেন হুগো সানচেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো।
শনিবার লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করে তালিকার শীর্ষে উঠে এসেছেন এই ফরাসি ফরোয়ার্ড।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল কার্লো আনচেলত্তির অধীনে রিয়ালের এই মৌসুমের শেষ ম্যাচ। আর এই ম্যাচে নিজের দক্ষতা প্রমাণে ভুল করেননি এমবাপ্পে।
সুবাদে স্পোর্তিং সিপির ভিক্টর ইয়োকেরেস ৫৮.৫ পয়েন্ট নিয়ে হয়েছেন দ্বিতীয়। তবে সুইডেনের এই স্ট্রাইকার এবারের পর্তুগিজ লিগে করেছেন ৩৯ গোল, যা এমবাপ্পের চেয়ে ৮টি বেশি।
এরপরও এমবাপ্পের চেয়ে পেছনে থাকার কারণ পর্তুগিজ লিগ উয়েফা কো-এফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা। ৬ থেকে ২২ র্যাঙ্কের লিগের গোলগুলোকে যে ১.৫ দিয়ে গুণ করা হয়। সেই হিসাবে ইয়োকেরেসের পয়েন্ট ৫৮.৫।
লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা মোহাম্মদ সালাহ তৃতীয় হয়েছেন। মিসরীয় এই তারকা এবারের লিগে ২৯ গোল করে পেয়েছেন ৫৮ পয়েন্ট। তাঁর দলের শেষ ম্যাচটি হয়েছে গত রাতে। অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে লিভারপুল। দলের একমাত্র গোলটি সালাহই করেছেন।
তবে এমবাপ্পেকে টপকে সোনার জুতা জিতলে হলে কাল কমপক্ষে ৪ গোল করতে হতো সালাহকে। হ্যাটট্রিক করতে পারলে এমবাপ্পের সমান ৬২ পয়েন্ট হতো সালাহর। সে ক্ষেত্রেও সোনার জুতা এমবাপ্পেই জিততেন।
সরকারি চাকরি আইন সংশোধন ২০২৫: সচিবালয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ
লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমে দারুণ পারফরম্যান্স দেখিয়েই ইউরোপের সেরা গোলদাতার তালিকায় সবার ওপরে উঠে এলেন কিলিয়ান এমবাপ্পে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।