আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আবারও দেশটির ক্ষমতাসীন দল একে পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার আঙ্কারায় একে পার্টির দলীয় কংগ্রেসে সর্বসম্মতিক্রমে এরদোয়ান নির্বাচিত হন। খবর আরব নিউজ’র।
আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বুধবার একে পার্টির সপ্তম গ্র্যান্ড কংগ্রেসে আবারো প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন এরদোয়ান।
একে পার্টির সহ-সভাপতি আলি ইহসান ইয়াভুজ এ ব্যাপারে বলেন, এক হাজার চারশ ৩১টি ব্যালটের মধ্যে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পেয়েছেন এক হাজার চারশ ২৮ ভোট। বাকি তিনটি ব্যালট নষ্ট ছিল বলে জানিয়েছেন তিনি।
একে পার্টির প্রধান হিসেবে আবারো নির্বাচিত হয়ে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের কংগ্রেস আমাদের দেশ, জাতি ও দলের জন্য যেন উপকারী হয়। আবারো আমাকে প্রধান হিসেবে বিবেচনা করার জন্য সবাইকে ধন্যবাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।