জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর পর তার দাফন রংপুরে করার দাবি জানিয়েছেন সেখানকার দলীয় নেতারা। সোমবার এই দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রংপুরের নেতাকর্মীরা। জাতীয় পার্টির রংপুর বিভাগ, জেলা ও মহানগরসহ সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, মৃত্যু একটি প্রকৃতির নির্ধারিত নিয়ম। যা কখনো খন্ডানো যায় না। এরশাদ স্যার যদি পৃথিবী থেকে চির বিদায় নেন, তাহলে তার পবিত্র সমাধি কোথায় হবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এক্ষেত্রে আমাদের একমাত্র দাবি রংপুরের পল্লীনিবাসে সমাধি করতে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।