জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৭৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে একটানা ভোটগ্রহণ চলবে।
রংপুর সেনানিবাস, রংপুর সদর উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি অনেক দিন থেকেই জাতীয় পার্টির দখলে রয়েছে। এবারও আওয়ামী লীগ সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে।
জাতীয় পার্টি এই আসনে মনোনয়ন দিয়েছে রাহগীর আল মাহি সাদ এরশাদকে। অন্যদিকে এরশাদের ভাতিজা ও সাবেক সংসদ সদস্য মকবুল শাহরিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশের বরেণ্য রাজনীতিক প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান তাঁর দল পিপলস পার্টি অব বাংলাদেশ বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ছাড়া আরো তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে।
আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় জানিয়েছে, নির্বাচনী এলাকাজুড়ে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১৮ প্লাটুন বিজিবি, মাঠে থাকবে র্যাবের ২০টি ইউনিট। এ ছাড়া পুলিশ-আনসারের সদস্য থাকবে তিন হাজার। ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্বে থাকছেন। ৪৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রও চিহ্নিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।