আগামী ৩১ আগস্ট সদ্যপ্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চল্লিশা পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। ওই দিন একযোগে সারাদেশে কর্মসূচি চলবে। এর মধ্যে ঢাকা মহানগর ও রংপুর মহানগরে মোট খরচ ধরা হয়েছে সোয়া কোটি টাকারও বেশি।
জাতীয় পার্টির (জাপা) ফান্ডে টাকা না থাকায় চাঁদা তুলে এরশাদের চল্লিশায় গণভোজের আয়োজন করা হবে। আর এ জন্য পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের এক লাখ টাকা করে চাঁদা দেয়ার সিদ্ধান্ত হয়েছিল।
দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এককোটি টাকার কিছু বেশি অর্থ এ পর্যন্ত জমা হয়েছে। তবে এই অর্থের মধ্যে অর্ধ কোটি (৫০ লাখ) টাকাই এসেছে দলের একজন প্রেসিডিয়াম সদস্যের কাছ থেকে।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান নিজেই এরশাদের চল্লিশার জন্য ৫০ লাখ টাকা চাাঁদা দিয়েছেন।
পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙার কাছে ৫০ লাখ টাকার একটি চেক জমা পড়েছে। চল্লিশা অনুষ্ঠান সফল করতে প্রয়োজনে সেলিম ওসমান আরও টাকা অনুদান দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
চল্লিশা অনুষ্ঠান সম্পর্কে জানা গেছে, ওই দিন সারাদেশে জেলা-উপজেলা -থানা ও ওয়ার্ড এবং ইউনিয়নে কোরআন খতম করা হবে। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে দুঃস্থ মানুষের মাঝে তেহারি বা খিচুড়ি বিতরণ করবে। সারাদেশের জেলা-উপজেলার নেতাদেরকে সাধ্যমত চল্লিশার আয়োজন করার নির্দেশনা দেয়া হয়েছে।
রংপুর মহানগরে কেন্দ্রীয়ভাবে ২০ হাজার দুঃস্থ মানুষের জন্য খিচুড়ির আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার নেতারা। এছাড়া বৃহত্তর রংপুরের জেলাগুলোতে নেতারা যে যার সাধ্যমতো চল্লিশা পালন করবেন। অনেক জেলা ও উপজেলায় সারাদিন কোরআন খতম করে বিশেষ মোনাজাতের পর মিষ্টি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা মহানগরের ৫০টি থানায় ৫০টি গরু সরবারহ করার পরিকল্পনা রয়েছে দলটির শীর্ষ নেতাদের। চল্লিশার জন্য ঢাকা মহানগরের প্রতিটি থানায় খরচ ধরা হয়েছে সোয়া লাখ টাকা করে। সূত্রমতে, এই টাকা প্রয়োজনে বাড়তে পারে।
এদিকে, ভারতের রাজস্থানে আজমীরে মইনুদ্দিন চিস্তির দরগাহ ও মসজিদে এরশাদের চল্লিশার দোয়া অনুষ্ঠান পালন করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইতে অবস্থান করার কারণে বিদিশা সেখানেই এরশাদের চল্লিশার দোয়া অনুষ্ঠান পালন করেন।
বিদিশা গণমাধ্যমকে বলেন, আজমিরে মইনুদ্দিন চিস্তির মাজারে পাঁচ দিন ধরে প্রয়াত এরশাদের জন্য দোয়া মাহফিল ও গরীরদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ওনার আত্মার মাগফেরাতের জন্য মিলাদ পড়ানো হয়েছে।
প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
দীর্ঘ ৯ বছর আঁকড়ে থাকার পর নব্বইয়ে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন হুসেইন মুহম্মদ এরশাদ। এর পরেও নানাভাবে আলোচিত ছিলেন সাবেক এই সেনা প্রধান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।