জুমবাংলা ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে কালো পতাকা উত্তোলন ও অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখেছে রংপুরের ব্যবসায়ী মালিকরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুরের সকল দোকানপাট বন্ধ থাকবে বলে জানিয়েছেন রংপুরের যৌথ ব্যবসায়ী সমিতি সংগঠনরা। রংপুরের ছেলে এরশাদের মৃত্যুর শোকে সোমবার (১৫ জুলাই) রাতে ব্যবসায়ী সমিতির যৌথ সিদ্ধান্তে এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়।
তারা জানান, এরশাদের প্রতি শ্রদ্ধা রেখে অর্ধদিবস দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাব হোসেন জানান, এরশাদের মৃত্যুর শোকে ব্যবসায়ী সমিতির যৌথ সিদ্ধান্ত অর্ধদিবস দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এরশাদের জানাজার আয়োজন করেছে রংপুর জাতীয় পার্টির নেতাকর্মীরা। সেখানেই দোকানপাট বন্ধ রেখে জানাজায় উপস্থিত থাকবেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, রংপুর থেকে এরশাদের মরদেহ নিয়ে যেতে দেওয়া হবে না। তাকে পল্লী নিবাসে শায়িত করা হবে।
ইতোমধ্যে এরশাদকে সমাহিত করতে রংপুরে তার নিজ বাসভবন পল্লী নিবাসে কবর প্রস্তুত করে রেখেছেন রংপুরের নেতাকর্মীরা।
সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ৩টায় জাপার উত্তরাঞ্চলের নেতারা রংপুরের আর কে রোডের দর্শনাস্থ পল্লী নিবাসের লিচুতলায় এরশাদের অসিয়তকৃতস্থানে সমাধি তৈরির আনুষ্ঠানিকতা শুরু করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।