এলিজাবেথ হোমস ব্যবসায়ী পরিবারের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি খুব দ্রুত বিলিওনিয়ার হতে চেয়েছিলেন। মানুষ তাকে ‘NEXT STEAVE JOBS’ ও ‘BEAUTY WITH BRAIN’ ইত্যাদি নামে ডাকতে পছন্দ করত। তিনি সিলিকন ভ্যালিতে সবথেকে কম বয়সী নারী কোটিপতি হতে সক্ষম হয়েছিলেন। তবে আসমানসম উচ্চতা থেকে তার খুব দ্রুত অবিশ্বাস্য পতন হয়েছিল।
দারুন প্রতিভার অধিকারী ছিলেন তিনি। স্টান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় এ তিনি তার মেধার স্বাক্ষরতা রেখেছেন। তার সব থেকে উদ্ভাবনী আইডিয়া ছিলো সামান্য রক্ত নিয়ে সবগুলো টেস্ট একবারে করে ফেলা এবং অধিকাংশ রোগ নির্ণয় করে ফেলা।
এই আইডিয়া শুনতে চমৎকার হলেও তিনি অনেক প্রফেসরকে অগ্রাহ্য করে তা বাস্তবে রূপ দেওয়ার জোরপূর্বক চেষ্টা করেছেন। মাত্র উনিশ বছর বয়সে থেরানোস প্রতিষ্ঠান দাঁড় করানোর মাধ্যমে স্বপ্নযাত্রা শুরু করেন। মানুষের ব্লাড স্যাম্পল কালেক্ট করে তিনি মেডিকেল টেস্ট করতে থাকেন। এডিসন নামক এক যন্ত্রের সাহায্যে রেজাল্ট তৈরি করা হতো।
তবে সামান্য রক্ত ব্যবহার করে সব রোগ নির্ণয় করার মত শক্তিশালী যন্ত্র এলিজাবেথের হাতে ছিল না। তিনি দাবী করেছিলেন যে সামান্য রক্ত দিয়ে এরকম টেস্ট করা সম্ভব। প্রতিষ্ঠান চালানোর জন্য শুরুতে তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। তবে তার সৌন্দর্য্য , মেধা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে সক্ষম হয়েছেন। তারা ফলস্বরূপ মাত্র ২৭ বছর বয়সে তিনি সবথেকে কমবয়সী নারী কোটিপতি হতে সক্ষম হোন যা সিলিকলন ভ্যালিতে এর আগে সম্ভব হয়নি। থেরোনোস কোম্পানির মোট সম্পদ দিয়ে দাঁড়ায় নয় বিলিয়ন ডলারে।
পরবর্তী সময়ে ওয়ালস্ট্রিট জার্নাল এটি নিয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেন। রিপোর্ট এ প্রমাণিত হয় যে তিনি মানুষকে মিথ্যা তথ্যের মাধ্যমে প্রতারণা করেছেন। বাস্তবে মেডিকেল রেজাল্ট নির্ভুল নয়।
তিনি তার সৌন্দর্য্য এবং উপস্থাপন দক্ষতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বড় ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সরকারি কর্মকর্তাদের বোকা বানাতে সক্ষম হয়েছিলেন। থেরানোসের ব্যবসা যখন চূড়ায় ছিলো তখন ফরচুন, ফোর্বস এর মত প্রভাবশালী ম্যাগাজিনে এলিজাবেথকে কভার পেজে দেখা গেছে।
এলিজাবেথের জীবনের উত্থান এবং পতনের রোমাঞ্চকর কাহিনী নিয়ে ওয়েব সিরিজ তৈরি করা হয়েছিল। প্রতারণার জন্য তার বিরুদ্ধে মামলা হয় এবং ২০ বছরের জেলের ঘানি টানতে হচ্ছে তাকে। তার স্বপ্নের কোম্পানি ২০১৮ সালে বন্ধ হয়ে যায়। অনেক কম বয়সে তিনি কোটিপতি হতে সক্ষম হয়েছিলেন এবং অনেক দ্রুতই তাকে একেবারে মাটিতেই নামতে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।