বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউএফও (অশনাক্ত উড়ন্ত বস্তু) নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউএফও, এলিয়েন কিংবা ইউএপির কোনো প্রমাণ পায়নি সংস্থাটি। তবে এ নিয়ে আরও গবেষণা করতে নতুন একজনকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।
তবে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে বলে দাবি করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান বিল নেলসন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এলিয়েন রয়েছে। তবে এর প্রমাণ পাওয়া যায়নি।’
ইউএফওর (অশনাক্ত উড়ন্ত বস্তু) ব্যাপারে জানতে চাওয়া হলে নেলসন বলেন, ‘এসব অজ্ঞাত বস্তু এলিয়েনের কিনা, সে ব্যাপারে কোনো প্রমাণ নাসা পায়নি। কিন্তু এর সঠিক উৎসও জানা যায়নি। এ নিয়ে স্বতন্ত্র গবেষণা শুরু করতে যাচ্ছে নাসা। আমরা বাসযোগ্য গ্রহের সন্ধান করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।