নিকোলা টেসলা ছিলেন একজন মেধাবী এবং বুদ্ধিমান বিজ্ঞানী। তার মস্তিষ্ক প্রসূত বিজ্ঞান আজও মানবজাতির কল্যাণে ব্যবহৃত হচ্ছে। তবে তিনি চরম মাত্রায় অবহেলিত ছিলেন। কথিত আছে এলিয়েনদের সাথে তার যোগাযোগ হয়েছিল এবং নৌবাহিনীর জাহাজ গায়েব করার ঘটনার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।
১৯০০ সালে টেসলার সাথে একটি ঘটনা ঘটে। তিনি দীর্ঘ ২২ বছর পর ওই অদ্ভুত ঘটনাটি নিয়ে মুখ খুললেন। তিনি ওয়ারলেস সংযোগের মাধ্যমে এমন একটি সিগন্যাল পেয়েছিলেন যা পৃথিবীর কোন জায়গা থেকে আসেনি।
টেসলা মনে করেন যে, মঙ্গল গ্রহ থেকে এ ধরনের সংকেত এসেছে। সংকেতটি ব্যাখ্যা করে দেখান যে, এটি এক, দুই, তিন, চার, পাঁচ এভাবে সংখ্যা ভিত্তিক সংকেত ছিল। তিনি বিশ্বাস করতেন যে মঙ্গল গ্রহে বাস করা এলিয়েনরা এ গাণিতিক সংকেত ব্যবহার করে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে।
টেসলার দাবি অনুযায়ী এলিয়েন এবং মানুষ সবাই গাণিতিক সংকেত এর মাধ্যমে ভাষা আদান প্রদান করতে সক্ষম। নিকোলা টেসলার প্রিয় নাম্বার ছিল ৩৬৯। তিনি গাণিতিক সংকেত নিয়ে জীবনে অনেক কাজ করে গেছেন।
এলিয়েন ভিত্তিক এ ধরনের আইডিয়াকে অনেকেই সমর্থন দিয়েছেন এবং বিপক্ষে অনেক লোকজন ছিলেন। পক্ষে থাকা জনপ্রিয় ব্যক্তি লর্ড কেলভিন বলেন যে, মঙ্গল গ্রহ থেকে এ ধরণের সংকেত আসতেই পারে।
বিপক্ষে যারা ছিলেন তাদের মন্তব্য হলো যে মঙ্গল গ্রহ থেকে এ ধরনের সংকেত পৃথিবীর আয়নোস্ফিয়ার ভেদ করে কখনো ভেতরে ঢুকতে পারবে না। সবথেকে মজার ব্যাপার হল যারা টেসলার সমর্থক ছিলেন তারা এটা ভেবে অবাক হয়েছেন যে তিনি এলিয়েন তত্ত্বে বিশ্বাস করেন।
কাজেই এলিয়েনের সাথে নিকোলা টেসলার যোগাযোগ হয়েছিল কিনা এ বিষয়টি নিয়ে দুই পক্ষের বিতর্ক রয়েছে। আর এ বির্তকের মীমাংসা আজ পর্যন্ত হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।