এল ক্ল্যাসিকোয় করিম বেনজেমাকেও পাচ্ছে না রিয়াল

স্পোর্টস ডেস্ক: সেই শঙ্কাটাই সত্যি হলো। অবশেষে জানা গেল, বার্সেলোনার বিপক্ষে মর্যাদার এল ক্ল্যাসিকোয় করিম বেনজেমাকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।

ফাইল ছবি

রোববার রাতের এই ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন ছিল আজ শনিবার। সেই সেশনে বেনজেমা ছিলেন না। এরপরই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি জানান, রিয়াল মাদ্রিদের হয়ে আগামীকাল রাতে মাঠে নামা হচ্ছে না তার। তিনি বলেন, ‘আগামীকাল রাতের ম্যাচে বেনজেমা ও মেন্দি থাকবে না। আগামী সপ্তাহ থেকে তারা কাজ শুরু করবে। তারা আমাদের সঙ্গেই থাকবে। আমি কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছি না।’

রিয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচে বাম পায়ের কাফ মাসলে চোট পেয়েছিলেন ফরাসি এই তারকা। মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলে জেতা সেই ম্যাচ শেষের আগেই মাঠ থেকে উঠে যেতে হয়েছিল বেনজেমাকে।

তখনই শঙ্কা সৃষ্টি হয়েছিল রিয়াল মাদ্রিদ শিবিরে। লা লিগায় বার্সেলোনার বিপক্ষে এই লড়াইয়ের আগে ফেরার ক্ষীণ আশা ছিল তার। তবে আজ অনুশীলনে না আসার ফলে সে আশাটাও মিলিয়ে যায়।

রিয়াল মাদ্রিদের হয়ে আগামীকাল রাতের এই লড়াইয়ে তো থাকবেনই না বেনজেমা, থাকবেন না আসছে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ফ্রান্সের ম্যাচগুলোতেও। মৌসুমের শেষ মাসগুলোকে সামনে রেখে ফেরার লড়াই চালাতে তিনি থাকবেন মাদ্রিদেই।

শেষ কয়েক মৌসুম ধরে বেনজেমাই রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের প্রাণভোমরা। চলতি মৌসুমে রীতিমতো আছেন আগুনে ছন্দে। এই তো গেল সপ্তাহে পিএসজির বিপক্ষেও তো করেছেন হ্যাটট্রিক। তার ফলেই পিএসজিকে বিদায় করে শেষ আটে উঠে গেছে দলটি। সেই বেনজেমার শূন্যস্থান পূরণ করা যে সহজ নয়, সেটা অ্যানচেলত্তি জানেন ভালো করেই।

আপৎকালীন সেন্টার ফরোয়ার্ড হিসেবে এডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল ও মারিয়ানো ডিয়াজদের কথা উঠে আসছে। তবে এদের কেউই আপাতত কোচের আস্থায় নেই। ফলে বেনজেমার অনুপস্থিতিতে খেলার ছকটাই বদলে ফেলতে পারেন কোচ কার্লো অ্যানচেলত্তি, ইঙ্গিত দিচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।

বেনজেমার আগে লেফট ব্যাক ফেরলান্দ মেন্দিকে হারানোর বিষয়টা নিশ্চিত ছিল রিয়াল মাদ্রিদের। তার অনুপস্থিতির বিষয়টার একটা সমাধান অবশ্য রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি বের করেই রেখেছেন, পিএসজি ম্যাচেই যে এই জায়গায় খেলিয়েছেন দুই জনকে। প্রথমার্ধে খেলিয়েছিলেন নাচো ফের্নান্দেজকে, পরে ডেভিড আলাবাকে খেলিয়েছেন এখানে। তাই এর সমাধান পেতে রোববার রাতেও বেগ পেতে হবে না তাকে।

রদ্রিগো গোয়েজের পায়ের চোটও অশনিসংকেত হয়েই এসেছিল রিয়াল শিবিরে। ধারণা করা হচ্ছিল, কোনো হাড়ে হয়তো চিড় ধরেছে তার। তবে সবশেষ মেডিক্যাল রিপোর্টে জানা গেছে, তেমন কিছু হয়নি। বার্সেলোনার বিপক্ষে তাকে শুরু থেকেই পাবে রিয়াল মাদ্রিদ।

রক্ষণের ভরসা এডার মিলিতাওয়ের অসুস্থতাও শঙ্কায় রেখেছিল দলটিকে। সে কারণে মায়োর্কার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের স্কোয়াডে ছিলেন না তিনি। তবে বুধবার সকালে তিনি অনুশীলনে এসেছেন। তাতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ।