এল সারাবির গোলে থমকে গেল নাপোলির শিরোপা স্বপ্ন

স্পোর্টস ডেস্ক: ৩২ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরি এ লিগের শিরোপা স্বপ্ন থমকে গেল নাপোলির। গতকাল অনুষ্ঠিত সিরি এ লিগের ম্যাচে ইনজুরি টাইমে রোমার হয়ে সমতাসুচক গোল করেছেন স্টেফান এল সারাবি।

ম্যাচের শুরুতে লরেঞ্জো ইনসিগনে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিয়েছিলেন তালিকার তৃতীয় স্থানে থাকা নাপোলিকে। এতে শীর্ষ পয়েন্টধারী এসি মিলানের সঙ্গে দুই পয়েন্টের ব্যবাধানে পৌঁছানোর সুযোগ পেয়েছিল নাপোলি। কিন্তু শেষ মুহুর্তে এল সারাবির গোলটির কারণে চার পয়েন্টের ব্যবধানে থাকতো হলো ক্লাবটিকে। হাতে রয়েছে আর মাত্র ৫টি ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান নগর প্রতিদ্বন্দ্বির চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে থেকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।। ১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার অনুপ্রেরনায় দ্বিতীয় লিগ শিরোপা জয়ের পর প্রথম স্কুদেত্তো জয়ের স্বপ্ন দেখছিল লুসিয়ানো স্পালেত্তির নাপোলি। কিন্তু দুর্ভাগ্যজনক এই ড্র নিজেদের প্রমানের জন্য লিগের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।

স্পালেত্তি গণমাধ্যমকে বলেন,‘ এটি কিছুটা হতাশার। আমরা ম্যাচের শেষ পর্যন্ত আশা বাঁচিয়ে রাখতে পারিনি। অপ্রত্যাশিত একটি গোল হজম করতে হয়েছে।’ অবশ্য ম্যাচের শেষ মুহুর্তে পাওয়া একটি পয়েন্ট খুব একটা কাজে আসছে না হোসে মরিনহোর দল রোমার শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার প্রত্যাশা পুরণে। বরং চতুর্থ স্থানে থাকা জুভেন্টাসের সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ নস্ট করেছে তারা।

এর আগে নিজেদের মাঠে ফিওরেন্টিনার কাছে ৩-২ গোলে পরাজিত হবার পর নাপোলির জন্য গতকালের ম্যাচটি ছিল ধ্বংসাত্মক একটি স্পেল।

গতকাল স্তাদিও দিয়াগো আরমান্ডো ম্যারাডোনায় অনুষ্ঠিত ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় নাপোলি। হার্ভিং লোজানো বক্সের মধ্যে বল নিয়ে এগিয়ে যাবার সময় পেছন থেকে তাকে বাঁধা দেন রোমার ডিফেন্ডার রজার ইবানেজ। সঙ্গে সঙ্গে অবশ্য পেনাল্টির সিদ্ধান্ত নেননি রেফারি। তবে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে তবেই স্পট কিকের সিদ্ধান্ত দেন তিনি। পেনাল্টি থেকে গোল করেন ইনসিগনে। এটি ছিল চলতি লিগে তার নবম গোল।

২০তম মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ থেকে বঞ্চিত হয় স্বাগতিকরা। অপরদিকে বিরতিতে যাবার আগেই গোল পরিশোধের সুযোগ হাতছাড়া করেছে রোমা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের ১ম মিনিটে আব্রাহামের ফ্লিক থেকে নিচু শটে লক্ষ্য ভেদ করেন বদলি হিসেবে আসা এল সারাবি। সূত্র: বাসস