স্পোর্টস ডেস্ক: চীনের হাংজু শহরে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ২০২২ এশিয়ান গেমস এক বছরের জন্য স্থগিত হয়ে যাবার ইঙ্গিত দিয়েছেন এশিয়ান অলিম্পিক কাউন্সিলের মহাপরিচালক কুয়েতের হুসেইন আল-মুসালাম।
চীনে আবারো নতুন করে করোনা ভাইরাসের হুমকি দেখা দেয়ায় এই সিদ্ধান্ত আসতে পারে বলে আল-মুসালাম ইঙ্গিত দিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘এখনো পর্যন্ত কমিটি এ ব্যপারে কোন ধরনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। কিন্তু গেমস আপাতত এক বছরের জন্য স্থগিতের সম্ভাবনা রয়েছে।’
করোনা মহামারী শুরু হবার পর থেকে চায়নায় নির্ধারিত প্রায় সব আন্তর্জাতিক ইভেন্টই বাতিল হয়ে গেছে। ফেব্রুয়ারিতে কঠোর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়।
চীনের অন্যতম বড় শহর সাংহাই গত দুই বছরের মধ্যে কোভিডে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ অবস্থায় এই মুহূর্তে রয়েছে। প্রায় সপ্তাহখানেক যাবত সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রায় ২৫ মিলিয়ন মানুষকে তাদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এশিয়ান গেমসের জন্য ৫৬টি ক্রীড়ার প্রায় সবকটি ভেন্যু ইতোমধ্যেই পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। চাইনিজ আয়োজক কমিটি মাসের শুরুতে বলেছিল শীতকালীন অলিম্পিকের অভিজ্ঞতা থেকে তারা ভাইরাস নিয়ন্ত্রনের যথাসাধ্য পরিকল্পনা হাতে নিয়েছে। হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারের প্রধান নির্বাহী কর্তা লু চুনজিয়াং বলেছেন, ‘সকল সুযোগ সুবিধার এখন শেষ পর্যায়ের প্রস্তুতিতে রয়েছে।’
সাংহাই থেকে মাত্র ২০০ কিলোমিটার দুরে অবস্থিত হাংজু শহরে আগামী ১০-২৫ সেপ্টেম্বর এবারের এশিয়ান গেমস আয়োজনের কথা রয়েছে। ১৯৯০ সালে বেইজিং ও ২০১০ সালে গুয়াংজুর পর তৃতীয় চাইনিজ দেশ হিসেবে হাংজুতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।