স্পোর্টস ডেস্ক : আগামী মার্চে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন বিসিবির।
এই ম্যাচের জন্য ইতোমধ্যে বাংলাদেশের পাঁচ জন ক্রিকেটারের কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। মুশফিকের খেলার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি যোগ হতে পারেন মাহমুদউল্লাহ, মুস্তাফিজ। এমনকি এই টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করা হতে পারে লিটনের নামও।
পাপন জানান, ‘ম্যাচ যেহেতু দুটো, এক ম্যাচে যদি কাউকে খেলাতে না পারি তাহলে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হতে পারে। আমার ধারণা এখন পর্যন্ত তামিম-মুশফিক নিশ্চিত। এই ব্যাপারে কোন সন্দেহ নেই। এছাড়াও আরও দুইজন রয়েছে, রিয়াদ ও মোস্তাফিজ। এছাড়াও আরেকজন ক্রিকেটারের ব্যাপারে আলোচনা করছি সে হচ্ছে লিটন দাস।’
তিনি আরও যোগ করেন, ‘আসলে পজিশনের উপর অনেক কিছু নির্ভর করে। এমনও হতে আমাদের সবচেয়ে ভালো প্লেয়ারটাও না খেলতে পারে। তার চেয়ে হয়তো ভালো ক্রিকেটার রয়েছে। সবমিলিয়ে আমাদের চার-পাচজন খেলবে এইটা নিশ্চিত। কে খেলবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি।’
বিসিবির দেওয়া তারিখ অনুযায়ী আগামী ১৮ ও ২১ মার্চ দুইটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের খেলা থাকার কারণে পরিবর্তন আসতে পারে ম্যাচের তারিখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।