 জুমবাংলা ডেস্ক: করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক।
জুমবাংলা ডেস্ক: করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ‘রিভলভিং ফান্ড’ হতে এই ঋণ দেওয়া হবে।
গত ২৭ জুলাই বুধবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনাারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান এবং এনআরবিসি ব্যাংকের এমডি গোলাম আউলিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ।
এতে অন্যদের মধ্যে শিল্প সচিব জাকিয়া সুলতানা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, এনআরবিসি ব্যাংকের সিআরএমডির প্রধান তনুশ্রী মিত্র এবং এসএমই অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট বিভাগের প্রধান হারুনুর রশিদ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


