জুমবাংলা ডেস্ক: কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় ফেল করা ৬ শিক্ষার্থী পেলো জিপিএ-৫ এবং ৮২ জনের ফল পরিবর্তন করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।
তিনি জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন করা হয়। এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাস, যাদের মধ্যে ৬ জন পেয়েছে জিপিএ-৫ এবং ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়।
এদিকে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। ১১ বিষয়ে ৪১৯৩ জন শিক্ষার্থী ৪৬৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে।
এবার কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯৬.২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী।
পরীক্ষায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা থেকে অংশ নিয়েছিল দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করে দুই লাখ ১১ হাজার ৫০৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।