জুমবাংলা ডেস্ক : এসএসসির গণিত পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে, ২০ এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত করা হবে। বোর্ডগুলো একটা নতুন তারিখ ঠিক করে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দৈনিক শিক্ষাডটকমকে এই তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র। প্রতিবেদন দৈনিক শিক্ষাডটকম।
ইতোপূর্বে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুসারে, ২০ এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সেদিন ইস্টার সানডে হওয়ায়, পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা। এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে।
চিঠি পাওয়ার পর, ২০ এপ্রিলের গণিত পরীক্ষার তারিখটি পুনর্বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সেক্ষেত্রে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে এবং ২০ এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত হলে, পরীক্ষার নতুন তারিখ হিসেবে ১৮ মে নির্ধারণ করা হতে পারে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিক্ষা বোর্ডগুলো এসএসসির গণিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে।
প্রসঙ্গত, আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে চলিত বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। রুটিন অনুসারে, ২০ এপ্রিল এসএসসির গণিত (আবশ্যিক) পরীক্ষা হওয়ার কথা। কিন্তু ওই দিন ইস্টার সানডে, যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্বণ। তাই তারা ২০ এপ্রিলের গণিত পরীক্ষা পেছানোর দাবি জানান।
সেই দাবির পরিপ্রেক্ষিতে, গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের-এর কাছে একটি চিঠিও পাঠিয়েছেন বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব জ্যোতি এফ গমেজ। চিঠিতে ইস্টার সানডের দিনে এসএসসি পরীক্ষা রাখায় অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করা হয়।
চিঠিতে আরো বলা হয়, গত বছরের নভেম্বরে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে ইস্টার সানডেকে সরকারি ছুটির দিন ঘোষণার দাবি করেছিলেন।
চিঠির বিষয়ে জ্যোতি এফ. গমেজ বলেছেন, ‘২০ এপ্রিলের গণিত পরীক্ষা অন্য কোনো সুবিধাজনক তারিখে পুনর্বিবেচনা করার অনুরোধ করেছি।’
প্রসঙ্গত, ক্যাথলিক শিক্ষাবোর্ডের অধীনে সারাদেশে ৬০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও আরো ৫০টির বেশি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
সূত্র : দৈনিক শিক্ষাডটকম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।