চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে ফয়েল পেপারে মোড়ানো প্যাকেটে কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে। এছাড়াও পরীক্ষার দিন কেন্দ্রের ২০০ গজ পর্যন্ত অভিভাবক ও সাধারন মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি-সমমান পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পরীক্ষাকেন্দ্রে অনৈতিক কাজ ও প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষা শুরুর দিন সকালে ফয়েল পেপারে মোড়ানো প্যাকেটে প্রশ্নপত্র পাঠানো হবে। একাধিক প্রশ্ন সেট থাকবে লটারি করে পরীক্ষার দিন নির্বাচন করা হবে।
তিনি বলেন, কোথাও স্বাস্থ্যবিধির গাইড লাইন অমান্য করা যাবে না, বিষয়টি নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের সচিবকে নির্দেশনা দেয়া হবে। গেটের বাহিরে যাতে কেউ ভিড় না করে সেজন্য কেন্দ্রের ভিতর থেকে মাইকিং করে সর্তক করতে বলা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।