জুমবাংলা ডেস্ক : চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন নাটোরের বাগাতিপাড়ার ৫২ বছর বয়সী ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। তিনি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি লাভের পর ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় বসেছিলেন। কিন্তু ওই সময় তিনি পাস করতে পারেননি। এরপর বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। দেলোয়ার হোসেন দুলু বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে করমদোশী ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ার পর তিনি নতুন করে লেখাপড়া করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি পার্শ্ববর্তী রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বি-মুখি দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে ভর্তি হন।
দেলোয়ার হোসেন দুলু জানান, ছোটবেলা থেকেই তিনি ভালো ছাত্র ছিলেন। ১৯৮৫ সালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে জামনগর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি লাভ করেন। ১৯৯০ সালে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পর্রীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন তাকে বহিস্কার করেন। তারপরে আর লেখাপড়ার ইচ্ছে ছিল না তার।
তিনি বলেন, আমার পরিবারের সকলেই শিক্ষিত। শুধু আমিই কম শিক্ষিত হওয়ায় প্রতিনিয়তই কষ্ট পাচ্ছিলাম। মেম্বার নির্বাচিত হওয়ার পর নতুন করে লেখাপড়া করার সিদ্ধান্ত নিয়েছি। সেই জায়গা থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ।
পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, এই বয়সেও আমাদের পরিষদের সদস্য দুলু যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেজন্য তাকে সাধুবাদ জানাই। আসলে পড়লেখার কোনো বয়স নাই তারই উৎকৃষ্ট উদাহরণ দুলু। তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।