আজকাল হাতে হাতে স্মার্টফোন থাকলেও অনেকেই তোলা ছবিতে সন্তুষ্ট হন না। ছোটেন ডিএসএলআরের পিছনে, কিন্তু কিছু সহজ সেটিংস বদলালে স্মার্টফোনের ক্যামেরা দিয়েই DSLR-এর মতো চমৎকার ছবি তোলা সম্ভব। প্রো মোড, আলোর ব্যবহার, থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ এবং লেন্স পরিষ্কার রাখার মতো কৌশলগুলো অনুসরণ করলেই ছবির মান অনেক বাড়ানো যায়।
প্রো মোড (Pro Mode) – সমস্ত স্মার্টফোনেই থাকে প্রো মোড। ক্যামেরার সেটিংসে গিয়ে পেয়ে যাবেন এই অপশন। সেখানে গিয়ে ISO, শাটার স্পিড ঠিক অ্যাডজাস্ট করলেই কেল্লাফতে! যেমন, ISO কমিয়ে রাখলে কম আলোতে ছবি খুব একটা ভালো আসবে না। অন্যদিকে শাটার স্পিড অ্যাডজাস্ট করলে ছবি হবে দারুণ। তাই শুধুমাত্র অটো মোডের উপর নির্ভর না করে এই সেটিংসগুলো নিজের প্রয়োজন মতো বদলে নিলে ছবি হবে দারুণ।
আলোর ব্যবহার- ছবি ভালো হওয়ার মূল শর্তই হল। দিনের আলোয় ছবি তোলার চেষ্টা করুন। রাতে ছবি তুললে সরাসরি ফ্ল্যাশ ব্যবহার না করাই ভালো বরং ক্যামেরার এক্সপোজার বাড়িয়ে ছবি তুলে দেখতে পারেন।
থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ- এখন মোবাইলের ক্যামেরা ব্যবহার করেই ফিল্টার করা ছবি তোলার জন্য রয়েছে বহু অ্যাপ। সেগুলো ব্যবহার করতে পারেন।
Realme GT 8: বাজারে আসছে রিয়েলমির সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ সিরিজ
লেন্স পরিষ্কার করুন- শুনতে বোকা বোকা মনে হলেও, ছবি খারাপ বা ঝাপসা হওয়ার মূল কারণ কিন্তু অপরিষ্কার লেন্স। অনেকক্ষেত্রেই লেন্সে হাতের ছাপ, ধুলো লেগে যাওয়ায় সমস্যা তৈরি হয়। লেন্স সাফ থাকলেও ছবি হয় ঝকঝকে।
তাই কখনই এটা ভাববেন না যে চকচকে ছবি মানেই দামি ডিভাইস। একটু বুদ্ধি খাটালেই নিজের স্মার্টফোনেই তুলতে পারবেন দূর্দান্ত ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।