জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ই মার্চ) বিকাল ৪.০০ ঘটিকায় চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে সাধারণ সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম ও পানিসম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সাবেক সভাপতি মোসাদ্দেক হামীম।
এছাড়া অনুষ্ঠানে চ্যাপ্টারের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ২০২২-২৩ ঘোষণা করা হয়েছে। উক্ত সাধারণ সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের ‘১৮ ব্যাচের শিক্ষার্থী আবু জাফর গিফারী সাগর এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের তাসমিয়া রওনক ফেরদৌসী। অনুষ্ঠানে কনক্রিট ফেস্ট-২০২২ প্রতিযোগিতায় বিজয়ী মোট ১২টি দলের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে কনক্রিট প্রতিযোগিতার বিচারকম-লীকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।