হঠাৎ দেখছেন এসির বাতাস কমে গেছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি থেকে যতটা ঠান্ডা আসার কথা ততটা আসছে না। কিন্তু কেন?সাধারণত ফিল্টার নোংরা হলে কিংবা টেম্পারেচারের সেটিং মোডে গন্ডগোল হলে এ সমস্যা হয়ে থাকে। তবে এর আরও একটি বড় কারণ হলো এসি গ্যাস লিক। গ্যাস লিক কী? এমন সমস্যা হলে কী করবেন?
এসির মধ্যে বাতাস ঠান্ডা করার গ্যাস থাকে। যা গরম বাতাসকে শীতল করে ব্লোয়ারের মাধ্যমে পুরো ঘরে ছড়িয়ে দেয়। তাই এই গ্যাসের লেভেল কোনো কারণে কমে গেলে বা লিক করলে ঘর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না। এক্ষেত্রে প্রথমেই জেনে নিতে হবে কী কারণে এসি গ্যাস লিক করতে পারে?
১. দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় কন্ডেন্সর পাইপে ক্ষয় ধরে। এর কারণে লিকেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
২. কম্প্রেসার মটরের ভাইব্রেশন সঠিকভাবে কাজ না করলে কিংবা সুরক্ষিত না থাকলে গ্যাস লিক হতে পারে।
৩. এসি ইনস্টল করার সময় কোনো সমস্যা হলেও গ্যাস লিকের সম্ভাবনা তৈরি হয়।
কীভাবে এসির গ্যাস লিক সারাবেন
১. কন্ডেন্সর তামার হলে ক্ষয়ের সম্ভাবনা কম থাকে। তাই এসি কেনার সময় অ্যালুমিনিয়াম কন্ডেন্সরের বদলে তামা বেছে নিন।
২. এসির আউটডোর ইউনিট কোথায় বসাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করুন যেখানে সূর্যের আলো কম পড়ে অর্থাৎ ছায়া থাকে, সেখানে বসাতে।
৩. শীতকালে এসির প্রয়োজন পড়ে না। খুব ভালো হয় সেই সময় আউটডোর ইউনিটটি ঢেকে রাখতে পারলে।
যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি মানতে নারাজ পাপন
৪. নিয়মিত সময়ের ব্যবধানে এসি পরিষ্কার করুন। কোনো সমস্যা চোখে পড়লে দ্রুত মেরামতকারীদের খবর দিতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।