স্পোর্টস ডেস্ক: এ্যাস্টন ভিলাকে ১-০ গোলে পরাজিত করে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৮ মিনিটে জয়সূচক গোলটি করেন স্কট ম্যাকটোমিনে।
যদিও রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচটি নিয়ে খুব বেশী সন্তুষ্ট হতে পারেনি সফরকারী ভিলা। দ্বিতীয়ার্ধে ড্যানি ইংসের করা সমতাসূচক গোলটি ভিএআর বাতিল করে দেয়। তার উপর একের পর এক নিজেদের সুযোগগুলো হারিয়ে এফএ কাপ থেকে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো ভিলাকে।
ইউনাইটেডের অন্তবর্তীকালীন কোচ রাল্ফ রাংনিকের জন্য এই জয়টা জরুরী ছিল। বিশেষ করে গত সপ্তাহে প্রিমিয়ার লিগে উল্ফসের কাছে ঘরের মাঠে ১-০ গোলে পরাজয় কোনভাবেই মেনে নিতে পারছেন না রাংনিক। কালকের ম্যাচে একটি বড় সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হয়েছে এই জার্মান কোচকে। ম্যাচের জন্য যথেষ্ঠ ফিট না থাকায় শেষ পর্যন্ত দলের বাইরে রাখতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। তাকে ছাড়াই কাল ঘরের মাঠে কিছুটা হলেও ভাল পারফর্ম করেছে রেড ডেভিলরা। চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ মিডলসব্রো।
ম্যাচ শেষে রাংনিক বলেছেন, ‘কেউই বিশ্বাস করবে না এই ম্যাচটি শতভাগ নিখুঁত ছিল। আমরা নিজেরাও সেটা বুঝতে পেরেছি। এখনো আমাদের বেশ কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে। কিন্তু গোল হজম না করাটা আমাদের জন্য আরো একটি চ্যালেঞ্জ ছিল যাতে আমরা সফল হয়েছি। আমরা একসাথে কাজ করে যাচ্ছি।’
ইউনাইটেডের জন্য একটি ভাল শুরুর যে দরকার ছিল সেটা তারা প্রমান করেছেন। ফ্রেডের দুর্দান্ত এক ক্রস থেকে ম্যাকটোমিনের শক্তিশালী হেডে ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কার্যত কিছুই করার ছিলনা। দুই ম্যানেজারের অধীনে ইউনাইটেডের এবারের মৌসুমে যে ব্যর্থতাগুলো চোখে পড়েছিল তা আবারো সামনে চলে আসতে থাকে। এই সুযোগে এক গোলে এগিয়ে থাকার পরেও ভিলা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেয়।
ভিলা বস স্টিভেন জেরার্ড বলেছেন, ‘ছেলেরা আজ যা খেলেছে তাতে আমার কোন অভিযোগ নেই। কিন্তু এফএ কাপ থেকে বিদায়ে আমি হতাশ। আমি মনে করেছিলাম এই ম্যাচে জয়ী হবার মত যোগ্যতা আমাদের আছে। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি।’
পরপর তিনটি প্রচেষ্টা নষ্ট করে দিয়ে সফরকারীদের হতাশ কােন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ওলি ওয়াটকিন্স কর্ণার থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন। এমিলিয়ানো বুয়েনডিয়াসের পাস থেকে ইংস এবং তারপরপরই জন ম্যাকগিন গোলের সুযোগ হাতছাড়া করেন। ইনজুরি আক্রান্ত অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরে কাল ইউনাইটেডের স্কোয়াডে ছিলেন না। তার স্থানে রক্ষনভাবের মূল দায়িত্বে থাকা ভিক্টর লিন্ডেলফ খুব একটা সুবিধা করতে পারেননি। লিন্ডেলফের ভুলে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন ওয়াটকিন্স। স্বাগতিকরা কাউন্টার এ্যাটাক সামলাতেই বেশী ব্যস্ত হয়ে পড়ে। তবে বিরতির আগে এডিনসন কাভানি ও মার্কোস রাশফোর্ড দুটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। রাশফোর্ডের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন ম্যাটি ক্যাশ। সাবেক ম্যানেজার ডিন স্মিথের অধীনে ভিলা মৌসুমের শুরুতে ওল্ড ট্যাফোর্ডে জয়ী হয়েছিল। কিন্তু নভেম্বরে স্টিভেন জেরার্ড আসার পর সার্বিকভাবে দলের উন্নতি হয়েছে। সফরকারীরা দুইবার বল জালে জড়ালেও ভিএআর দীর্ঘ প্রতিক্ষর পর তা বাতিল করে দেয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।