বিনোদন ডেস্ক : পরিণীতি চোপড়া। বেশ অনেকদিন তাকে সিনেমাতে দেখা যাচ্ছে না। কারণ তিনি ভাল ছবি না পেলে করেন না। সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়ার বোন হলেও অভিনেত্রী একদম অন্য রকম একজন মানুষ। তাকে শেষ দেখা গিয়েছিল ‘মেরি প্যায়ারি বিন্দু’তে।
আয়ুষ্মান খুরনার সঙ্গে এই ছবিতে চুটিয়ে অভিনয় করেছিলেন তিনি। বাঙালি মেয়ের চরিত্র বেশ ভালই জমিয়েছিলেন। স্বাধীনচেতা একজন মেয়ে তিনি। বাস্তব জীবনেও নিজের মনের মর্জিতে চলেন।
বলিউডে সিনেমা করতে আসেননি পরিণীতি। এমবিএ পাশ করার পর সিনেমার শুটিং ফ্লোরে পিআর ও অ্যাডের কাজ করতেন তিনি। সঙ্গে করতেন অ্যাসিসট্যান্টের কাজ। কিন্তু একদিন নিজের মনে চুটিয়ে নাচতে শুরু করেছিলেন। সেটা চোখে পড়ে গিয়েছিল পরিচালকের। তারপর পরিচালকের অনুরোধে ছবির কাজ শুরু করেন পরিণীতি।
তার প্রত্যেকটি ছবিই দর্শকের মন ছুঁয়ে যায়। এবার তিনি যা করলেন তা সত্যিই অবাক করেছে সকলকে। পরিনীতি এয়ারপোর্টে আসছিলেন ফ্লাইট ধরার জন্য। কিন্তু এয়ারপোর্টে ঢুকে আপন মনে নাচতে শুরু করলেন। তার এক বন্ধু সেই নাচ ভিডিও করে ফেলেন। পরিনীতিকে নাচতে দেখে চমকে যান ওখানকার লোকজন।
তবে নেচেই হাসতে হাসতে আবার স্বাভাবিকভাবে হেঁটে চলে যান। এই ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।