স্পোর্টস ডেস্ক : চেলসি-এভারটন-ম্যানচেস্টার ইউনাইটেড-ইন্টার মিলান হয়ে আবারও চেলসিতে ফেরা। রোমেলু লুকাকুকে পেতে সব মিলিয়ে ২৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ক্লাবগুলো। ইন্টার থেকে চেলসিতে ফিরে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি এই বেলজিয়ান। ২৮ ম্যাচে গোল কেবল ১০টি।
সবচেয়ে হতাশার ম্যাচটা খেললেন কাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। পুরো ৯০ মিনিট মাঠে থেকে বলে পা স্পর্শ করতে পেরেছেন কেবল সাতবার!
এর একটি আবার কিক অফের সময়। ‘অপটা’ পরিসংখ্যান রাখার পর থেকে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে এত কমবার বলে টাচ করেননি আর কেউ। অপটা টুইটারে খবরটা প্রকাশের পর অনেক সমর্থক পাশে দাঁড়িয়েছেন লুকাকুর।
একজন লিখেছেন, ‘বল পাস দেওয়া হয়নি তাঁকে। ’ আরেক টুইটার ব্যবহারকারীর প্রতিক্রিয়া, ‘টমাস টুখেল ব্যবহার করতে পারছেন না এমন দামি এক অস্ত্রকে। অনেকে আবার আক্রমণ করেছেন লুকাকুকে। এক ক্ষুব্ধ সমর্থকের প্রতিক্রিয়া, ‘লুকাকু মোটেও নামের প্রতি সুবিচার করছেন না। নড়তেই চান না তিনি। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।