এ.কে.এম মিজানুল হক সিরাজদিখান থানার নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এ.কে.এম মিজানুল হক (অরণ্য মিজান) । তিনি শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণ করেন। এ.কে.এম মিজানুল হক সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের স্থলাভিষিক্ত হন।

এর আগে এ.কে.এম মিজানুল হক গাজীপুর জেলার কালীগঞ্জ, টাঙ্গাইল জেলার মির্জাপুর ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)হিসেবে সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাহেব নগর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বোরহান উদ্দিন ভূঁইয়ার ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে মিজান সর্ব কনিষ্ঠ। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

অরণ্য মিজান একাধারে একজন কবি, ছড়াকার, গীতিকার ও সুরকার। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থাকা অবস্থায় ভাবনা নামের একটি গ্রন্থ প্রকাশ করেন। গ্রন্থটি তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের উৎসর্গ করেন। এছাড়াও মুজিব জন্মশতবর্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের নাম ও কর্মের সমন্বয়ে এ.কে.এম মিজানুল হকের (অরণ্য মিজান) লেখা ও সুরে ‘তিনিই শেখ মুজিব’টাইটেলের গান রিলিজ হয়েছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ গত বছরের ১৬ ডিসেম্বর অরণ্য মিজানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল “অরণ্য মিজান গ্যালারি” তে গানটি রিলিজ করা হয়। গীতিকার সেজুল হোসেনের সমন্বয়ে গান তৈরি হয়। যেটির সঙ্গীত আয়োজন করেছেন অভিজিৎ জিতু। আর কণ্ঠ দিয়েছেন জিয়াদ সিদ্দীক।

সিরাজদিখান থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক ওই থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও দায়িত্ব পালনে স্থানীয় সকল শ্রেণী-পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।