আন্তর্জাতিক ডেস্ক : চীনের ৭০তম প্রজাতন্ত্র বার্ষিকী ছিলো গতকাল। ১৪০ বিলিয়ন তথা ১৪০ কোটি চীন বাসীর জন্য দিনটি ছিলো রমরমা। চীন সরকার সামরিক বাহিনীদের নিয়ে করে একটি বিশেষ আয়োজন। যা দেখে অবাক হয়েছে পৃথিবীর অন্যান্য দেশের মানুষও।
দিনটিকে স্বরণীয় করতে লকস্টেপে ১৫ হাজার সেনা সদস্য নিয়ে যাত্রা শুরু করা হয়। সাথে আরও ছিলো ৫৮০ টি উচ্চ প্রযুক্তি ভুগর্ভের অস্ত্র, ড্রোন এবং নিম্ন উড়ন্ত যুদ্ধ বিমান।
এই বিশেষ দিনে উম্মোচন করা হয়, পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র ডংফেং ৪১। চীনের অনেক বিশ্লেষকরা বলেন, ডংফেং ৪১ এতোটাই ক্ষমতাসম্পন্ন যে, মাত্র ৩০ মিনিটেই আমেরিকায় আঘাত হানতে সক্ষম।
নিজ দেশের সক্ষমতা নিয়ে উক্ত আয়োজনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন, কোন শক্তিই এই মহান জাতির ভিত্তিকে কাঁপাতে পারবে না।
রাষ্ট্র পরিচালিত একটি সংবাদ সংস্থা বলেন, প্রজাতন্ত্র বার্ষিকী আয়োজনে, গতকাল ধীরে ধীরে ১ লাখেরও বেশি সামরিক বাহিনী এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলো। আর এতে বিশাল আতশবাজি প্রদর্শনও অন্তর্ভুক্ত ছিলো।
প্রজাতন্ত্রের এই দিবসে বন্ধ রাখা হয়েছিলো বায়ুমন্ডলে উদ্বেগজনক ধোয়া বের করা কারখানা গুলো। আর রাষ্ট্র অনুমোদিত গীর্জার উপসাকগনকে প্রার্থনা এবং জাতীয় সংগীত গান গাওয়ার নির্দেশ দিয়েছিলো দেশটির সরকার।
শুধু তাই নয়। যে জায়গায় এটি আয়োজন করা হয়েছিলো সেখানকার মানুষদের উপর কোন পাখি এসে বিরক্ত করতে না পারে সেজন্য পাখি ব্যবসায়ীদের দোকানও বন্ধ রাখা হয়েছিলো।
খবর : ডেইলি মেইল
ভাষান্তর : মোহাম্মদ আল আমিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।