জুমবাংলা ডেস্ক : গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে খুলনার সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটিতে মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘রাজনৈতিক দলসহ সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে সরকারকে বিদায় নিতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান আরও বলেন, ‘গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই। কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারও সাহায্য নিয়ে নয়। তারা যেন রাজনীতিতে ফিরতে না পারে, এ বিষয়ে সকলকে সজাগ থাকাতে হবে।’
শিক্ষা সংস্কার কমিশনের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না, এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। বিডিআর বিদ্রোহের বিষয়ে সঠিক তথ্য জাতির সামনে উন্মোচিত করতে হবে। নির্দোষদের মুক্তি দিতে হবে, দোষীদের দিতে হবে শাস্তি।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে রুকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারত্ব চান ড. ইউনূস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।