এ বছরের শেষের দিকে ইসরাইল সফর করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বছরের শেষের দিকে ইসরাইল সফরের অপেক্ষায় রয়েছেন। রোববার এ দুই দেশের নেতার মধ্যে ফোনালাপ চলাকালে তিনি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে একথা বলেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।

হোয়াইট হাউস জানায়, এ সময় বাইডেন ইসরাইলের নিরাপত্তার জন্য তার ‘দৃঢ় সমর্থন’ এবং আইরন ডম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিপূর্ণ করার জন্য ‘পূর্ণ সমর্থনের’ কথাও জানান।

বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ইসরাইল সফরে তাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বলেন, তিনি এ বছরের শেষের দিকে দেশটি সফরের অপেক্ষায় রয়েছেন।’

মার্কিন নেতা গত বছর হোয়াইট হাউসে বেনেতের সাথে বৈঠক করেন। সেখানে এ দুই নেতা তাদের মতপার্থক্য নিয়ে আলোচনা করে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইসরাইল ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়ার ঘোষণার বিপরীতে বাইডেনের প্রচেষ্টার ঘোর বিরোধিতা করে। এ চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তেহরানের ওপর আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়ার কথা রয়েছে।

এদিকে বেনেত বলেন, তিনি ১৯৬৭ সালে ইসরাইল কতৃক দখল করা ভূখ-ে বসতি স্থাপন অব্যাহত রাখবেন এবং তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী।

রোববার হোয়াইট হাউস জানায়, বাইডেন বেনেতের সাথে কথা বলার সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

তারা ইরান ও তাদের প্রতিনিধিদের দেয়া হুমকিসহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।