এ বছর সবচেয়ে বেশি সার্চ করা শীর্ষ ১০ গায়ক-গায়িকা

এ বছর সবচেয়ে বেশি সার্চ করা শীর্ষ ১০ গায়ক-গায়িকা

বিনোদন ডেস্ক : এ বছর গুগল সার্চের তালিকায় সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে যেসব ব্যক্তি তাদের শীর্ষ দশের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ বছর সবচেয়ে বেশি সার্চ করা শীর্ষ ১০ গায়ক-গায়িকা

তালিকায় দেখা যায় সবার শীর্ষে রয়েছেন গায়িকা সাকিরা। ২০২৩ সালের ৮ থেকে ১৪ জানুয়ারি এক সপ্তাহে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। সে সপ্তাহে তার ভিউ হয় এক বিলিয়ন। জনপ্রিয়তার শীর্ষ তালিকাতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে জেসন আলডিয়ান ও জয় জোনাস। জেসন আলডিয়ান ১৬ থেকে ২২ জুলাই তিনি এক সপ্তাহে ১ বিলিয়ন শ্রোতা পান। ৩ থেকে ৯ সেপ্টেম্বর এক সপ্তাহে তিনি ১ বিলিয়ন শ্রোতা পেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।

এর পর জনপ্রিয়তা অনুযায়ী যথাক্রমে স্ম্যাশ মাউথ, পেপিনো ডি ক্যাপ্রি জিনো পাওলি (Gino Paoli), টম কলিৎজ, কেলি পিকলার ও জোসে লুইস পেরেলস ও আন্না ওক্সা। এরা সবাই বিলিয়ন শ্রোতা অর্জন করেছেন।