এ ভেড়ার আঁকাশছোয়া দাম, জানলে চোখ কপালে উঠবে!

ভেড়া

আন্তর্জাতিক ডেস্ক: নাম ‘লাদুম শিপ’, আদি নিবাস সেনেগাল। আরেক নাম ‘কিং অব শিপ’। আদতেই সে ভেড়াপালের রাজা। কারণ, জাত ঠিকঠাক আর সাইজটা মাপমতো থাকলে একটি লাদুম ভেড়ার দাম ঠেকতে পারে ৮৫ হাজার ডলারে। খোলা বাজারের দর অনুযায়ী বাংলাদেশি টাকায় একটি দশাসই লাদুম ভেড়ার দাম ছাড়িয়ে যাবে কোটি টাকা!

মৌরিতানিয়ার ‘তৌবায়ার’ ও মালির ‘বালি-বালি’ নামের দুটো ভেড়ার জাতের শংকর এটি। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে লাদুমের ব্যাপক কদর। আর তাই যে দেশের ৪০ ভাগ মানুষ দিনে মাত্র ২০০ টাকা আয় করে, সেখানে ভেড়ার দাম কোটি টাকা উঠলে তো চোখ ছানাবড়া হবেই।
ভেড়া
একটি বড়সড় লাদুম ভেড়ার উচ্চতা হতে পারে ১ দশমিক ২ মিটার পর্যন্ত। ওজন উঠতে পারে ১৭৫ কেজি। তবে এর বিশেষত্ব আছে পশম ও সিংয়ে। পশম বেশ মসৃণ আর সিংটা দারুণ বাঁকানো। দেখতে তো বটেই, চলনেও বেশ রাজসিক ভাব আছে এই ভেড়ার।

আফ্রিকান গণমাধ্যম কোয়ার্টজ আফ্রিকাকে সেনেগালের শেফ ফাতু সেন জানালেন, ‘লাদুমের মালিক হওয়া মানেই আপনি অন্যদের চেয়ে আলাদা হয়ে গেলেন। আমরা সন্তানদেরও দেখলাম এমন ভেড়া যার কাছে দেখবে, তাকে আহামরি কিছু ভাবতে শুরু করে। লাদুম হলো তারকাদের জন্য, সাধারণের জন্য নয়।’

জানা গেলো, সেনেগালের তারকা বাস্কেটবল খেলোয়াড় গরগুই দিয়েংয়ের রীতিমতো একখানা লাদুম খামার আছে।

আগস্টেও রেমিট্যান্সের জোয়ার, এক সপ্তাহেই এলো ৫ হাজার কোটি