Advertisement
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে হারাল বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ে তিনজনকেই প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে নিজের অধিনায়কত্ব নিয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মুশফিক সত্যিই দারুণ ছিল, সৌম্য তার সাথে ভালো একটি জুটি গড়েছিল। আমি মনে করি নাইমের কথাও বলা উচিৎ। অভিষেকেই সে দারুণ করল।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি, ভালো পারফর্ম করা এই ছেলেদের জন্যই অধিনায়কত্ব সহজ হয়ে গেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।