বিনোদন ডেস্ক : চলতি বছরের পুরোটা সময়জুড়েই বেশ আলোচনায় ছিলেন বলিউডের রানি ঐশ্বরিয়া রাই বচ্চন। অসাধারণ সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার মাধ্যমে অনেক আগে থেকেই ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন বিশ্বব্যাপী। জনপ্রিয় এই অভিনেত্রীর বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে অন্তত অর্ধশতাধিক সিনেমা।
জনপ্রিয় এই অভিনেত্রীর অন্যতম আলোচিত সিনেমা ‘যোধা আকবর’। সিনেমাটিতে হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ঐতিহাসিক ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এবং আজও দর্শকদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে। এবার ছবিটি নিয়ে নতুন এক সাফল্যের কথা শোনা গেল।
‘যোধা আকবর’ সিনেমাটির বিয়ের দৃশ্যে এক বিখ্যাত লাল লেহেঙ্গা পরেছিলেন ঐশ্বরিয়া। সেই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার অ্যাকাডেমি মিউজিয়াম-এ প্রদর্শিত হচ্ছে। জানা যায়, বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন লেহেঙ্গাটির; যা ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ। সূক্ষ্ম জারদোজি এবং এমব্রয়ডারির কাজের জন্য এই লেহেঙ্গা পরে নজর কেড়েছিলেন সময়ের এই বিশ্বসুন্দরী।
অসাধারণ সেই লেহেঙ্গার সঙ্গে ঐশ্বরিয়ার পরা ভারী নেকলেসে একটি নীল ময়ূর এবং কুন্দনের কাজ করা ছিল। যেখানে তাকে একেবারে রানির মতো লাগছিল। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে লেহেঙ্গাটি একটি ডামির ওপর দেখানো হয়েছে। অ্যাকাডেমির শেয়ার করা ভিডিওটিতে আশুতোষ গোয়ারিকরের সিনেমার দৃশ্যও শেয়ার করা হয়েছে।
এছাড়াও, প্রদর্শনীটিতে যোধা আকবর ছবির কিছু দৃশ্যও দেখানো হয়েছে, যেখানে ঐশ্বরিয়া এবং হৃতিকের অভিনয় নতুন করে জীবন্ত হয়ে উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।