সাইফুল ইসলাম,মানিকগঞ্জ : মানিকগঞ্জে তেল পরিমাপক যন্ত্রে কারসাজি এবং পরিমাণে কম দেয়ার অপরাধে দুই পেট্রোল পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা গেছে, জেলার সদর উপজেলার ৫টি ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে ধলেশ্বরী ফিলিং ষ্টেশনে ৫ লিটার অকটেন পরিমাপ করে ৩৪৪ মিলিমিটার অকটেন কম পাওয়া যায়। অপরদিকে মিতরা মিলনস ফিলিং ষ্টেশনে ৫ লিটার অকটেন ও পেট্্েরাল পরিমাপে ১৬০ মিলিমিটার কম পাওয়ার অপরাধে ভোক্তার সাথে কারচুপির মাধ্যমে প্রতারণা করায় এই দুটি পাম্প মালিককে ১ লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয়ের নির্দেশনায় সদর উপজেলার ৫টি ফিলিং ষ্টেশনে অভিযান চালানো হয়। এসময় ধলেশ্বরী ফিলিং ষ্টেশন ও মিতরা মিলনস ফিলিং ষ্টেশনে তেল পরিমাপে কারচুপির অপরাধে দুই পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। সেই সাথে অভিযুক্ত পাম্প মালিকদের তেল পরিমাপক যন্ত্রের কারচুপি বন্ধ করে ভোক্তাদের সঠিক পরিমানে তেল সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহায়তা করেন চেম্বার অব কমার্সের পরিচালক মশিউর রহমান, মানিকগঞ্জ ক্যাবের সাধারন সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোশারফ হোসেন ও আনসার ব্যাটালিয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।