বিনোদন ডেস্ক : বড় বাজেটের সিনেমা হলেই যে বক্স অফিসে ঝড় উঠবে, তা কিন্তু নয়। আজকাল হলিউড, বলিউড কিংবা কলিউডে অনেক নির্মাতাই শতশত কোটি বাজেটের সিনেমা বানান, কিন্তু সবগুলোই কি আর হিট হয়? যেমন, গত আগস্টে মুক্তি পেয়েছিল ‘অরোঁ মে কহাঁ দম থা’ নামের একটি মেগা বাজেটের বলিউড ছবি। অভিনয়ও করেছিলেন বড় তারকারা। কিন্তু বক্স অফিসে রীতিমতো সুপারফ্লপ। এবার ওটিটিতে মুক্তির পর অবশ্য ভাগ্য ঘুরেছে এই ছবির। ইতিমধ্যে সেটি ট্রেন্ডিং তালিকার ১ নম্বরেও চলে এসেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, জিম্মি শেরগিল ও সাই মাঞ্জরেকরের মতো স্বনামধন্য তারকারা। সিনেমা হলে যদিও তা এক সপ্তাহও চলেনি!
ওটিটিতে মুক্তির পর এবার হাসি ফুটেছে ছবিটির নির্মাতার মুখে। স্ট্রিমিং হওয়ার পরপরই এটি ব্যাপকভাবে হিট হয়। আপাতত ট্রেন্ডিং নম্বর ১-এ রয়েছে, অর্থাৎ দর্শকরা দারুণ পছন্দ করছেন এই ছবিকে।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিওতে এর স্ট্রিমিং শুরু হয়েছে। যাঁদের সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে, তাঁরাই শুধু এই ছবি দেখতে পাবেন।
সিনেমাটি পরিচালনা করেছেন নীরজ পাণ্ডে। প্রায় ১৬ বছর আগেই এটি তৈরি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় প্রযোজক পাননি। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে নীরজ বলেছিলেন, ‘১৬ বছর আগে আমি যে ছবিটি তৈরি করতে চেয়েছিলাম, সেটা ছিল একটি প্রেমের কাহিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো প্রযোজকই আমার পাশে দাঁড়াননি। কিন্তু আমি আজ আনন্দিত যে, ১৬ বছর পরে অবশেষে আমি একটা লাভ স্টোরি ফিল্ম বানাতে পারলাম।’
অন্যদিকে, সিনেমা হলে মুক্তির পর বক্স অফিস কালেকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অজয় দেবগন। জানা গেছে, ছবিটি তৈরির জন্য খরচ হয়েছিল ১০০ কোটি রুপি। কিন্তু এটি আয় করেছিল মাত্র ১২.৯১ কোটি।
সূত্র: নিউজ১৮
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।