বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত অ্যাকশন থ্রিলার ‘পুষ্পা: দ্য রাইজ’ জনপ্রিয় একটি ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার থেকে সিনেমাটির ডিজিটাল প্রিমিয়ারের ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম ‘অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়া’।
তাদের অফিসিয়াল টুইটার পেইজে বুধবার এ ঘোষণায় বলা হয়, “সে লড়াই করবে। সে দৌঁড়াবে। সে লাফ দেবে। কিন্তু সে হারবে না! দেখুন #পুষ্পাঅনপ্রাইম, জানুয়ারি ৭। তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায়।”
চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছেন, ‘পুষ্পা: দ্য রাইজ’ এর হিন্দি সংস্করণ এখন পর্যন্ত টিকেট বিক্রির হিসাবে বক্স অফিসে ৬৫ কোটি রুপির বেশি আয় করেছে।
এছাড়া মুভিটি বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপিরও বেশি ব্যবসা করে ২০২১ সালের ব্লকবাস্টার হিসেবে আত্মপ্রকাশ করেছে।
নবীন ইয়েরনেনি এবং ওয়াই রবি শঙ্কর প্রযোজিত ‘পুষ্পা: দ্য রাইজ’ এর চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন ‘আর্য’ নামে খ্যাত সুকুমার।
আল্লু অর্জুনের পাশাপাশি এ সিনেমায় রাশমিকা মান্দানা এবং মালায়ালাম সিনেমার অভিনেতা ফাহাদ ফাসিল অভিনয় করেছেন।
ছবিটির সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ এর নির্মাণকাজ এ বছরই শুরু হওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।