বিনোদন ডেস্ক : বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্লাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চাইতে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্লাটফরমগুলোতেও নিত্য নতুন কন্টেন্টের সমারোহ। মার্চের দ্বিতীয় সপ্তাহে বেশ কয়েকটি প্রত্যাশিত সিনেমা এবং ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে।
যেগুলো সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্লাটফরমে দেখতে পাবেন এসব সিনেমা-সিরিজ।
দুপাইয়া :
অপরাধমুক্ত গ্রাম ধাড়কপুরে, একটি বিয়ের মাত্র কয়েকদিন আগে এক মোটরসাইকেল চুরি হয়ে যায়। যৌতুকের জন্য কেনা সেই মোটরসাইকেল চুরির ঘটনায় হাস্যকর বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় গোটা গ্রামে।
কে চুরি করেছে মোটরসাইকেল? যৌতুক ছাড়া বিয়ে কি আদৌ হবে? এসব প্রশ্ন জানতে হলে দেখতে হবে সিরিজটি। কমেডিতে ভরপুর ‘দুপাইয়া’ প্রকাশের পর থেকেই দারুণ সাড়া ফেলে দিয়েছে দর্শকমনে। এতে অভিনয় করেছেন গজরাজ রাও, রেনুকা শাহানে, স্পর্শ শ্রীবাস্তবসহ প্রমুখ। এটি ৭ মার্চ থেকে প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।
ফাতেহ
চলচ্চিত্রটি প্রাক্তন বিশেষ বাহিনীর কর্মকর্তা ফাতেহ সিংহকে ঘিরে নির্মিত, যিনি হ্যাকার খুশি শর্মার সঙ্গে মিলে একটি সাইবার অপরাধ চক্র ধ্বংস করার মিশনে নামেন, যখন একটি স্থানীয় মেয়ে এই অপরাধ চক্রের শিকার হয়। দুর্দান্ত অ্যাকশনধর্মী সিনেমাটিতে অভিনয় করেছেন সোনু সুদ। সিনেমাটি ৭ মার্চ থেকে জিও হটস্টারে দেখা যাচ্ছে।
ভিদামুয়ারচি
এক দম্পতির ভ্রমণ বিষাদে রুপ নেয় যখন রাস্তায় স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় স্বামী তাকে খুঁজতে শুরু করে।
কিন্তু এক অজানা প্রতিপক্ষ তার পথে বাধা সৃষ্টি করে। সামনে আসতে থাকে একের পর এক অজানা রহস্য। এসবের পেছনে কার হাত? জানতে হলে দেখে নিন সিনেমাটি। মুল চরিত্রে অভিনয় করেছেন অজিত কুমার ও তৃষা কৃষ্ণান। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।
থান্ডেল
থান্ডেল শ্রীকাকুলামের একজন জেলের গল্প, যে তার জেলে সদস্যদের নিয়ে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ফেলে তারা। এতে করে পাকিস্তান বাহিনীর হাতে বন্দি হয়। এরপর শুরু হয় কঠোর এক জার্নি। তারা কি দেশে ফিরতে পারবে? উত্তর জানতে হলে দেখতে হবে সিনেমাটি। অ্যাকশন ড্রামা ও সিনেমাটিতে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী। ৭ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।
রেখাচিত্রম
জুয়া কেলেঙ্কারির পর বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা বিবেক গোপীনাথকে বদলি করা হয় এক সাধারন থানায়। কিন্তু ভাগ্যক্রমে সেখানে জয়েন করার দিনই ঘটে এক আত্মহত্যার ঘটনা। সেই কেসের দায়িত্ব পেয়ে যান বিবেক। এই ঘটনায় বেরিয়ে আসে ৪০ বছর পুরনো এক অজ্ঞাতনামা হত্যাকাণ্ডের রহস্য। দীর্ঘদিনের অমীমাংসিত মামলাটি সমাধান করে নিজেকে প্রমাণ করার দৌড়ে নেমে পড়েন বিবেক। সামনে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বছরের অন্যতম সেরা সিনেমাটিতে অভিনয় করেছেন আসিফ আলী ও অনস্বরা রাজন। ৭ মার্চ থেকে সনি লিভে দেখা যাচ্ছে এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।